Chhok Bhanga Chota: চাকরির সুপারিশ করেছিলেন TMC-BJP দুপক্ষের নেতারাই? CBI-এর চার্জশিটে বিস্ফোরক তথ্য

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: প্রাথমিকে চাকরির সুপারিশ করে তৃণমূল-বিজেপি দু'দলের নেতাদেরই চিঠি! চাকরির সুপারিশ করে চিঠি। CBI-র চার্জশিটে একের পর এক প্রভাবশালী! বিকাশ ভবনের ওয়্যার হাউসে ম্যারাথন তল্লাশি। কেন্দ্রীয় এজেন্সির প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ, CBI-চার্জশিটে দিব্যেন্দু অধিকারীর নাম প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ, CBI-চার্জশিটে ভারতী ঘোষের নাম প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ, CBI-চার্জশিটে মমতা ঠাকুরের নাম 'চাকরির জন্য ২০জনের নামের তালিকা দিব্যেন্দু অধিকারীর' তমলুকের তৎকালীন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী 'চাকরির জন্য ২০জনের নামের তালিকা মমতা ঠাকুরের' বনগাঁর তৎকালীন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর 'চাকরির জন্য ৪জনের তালিকা দিয়ে সুপারিশ ভারতী ঘোষের' পঃ মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার, বর্তমানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ 'পার্থ-মানিক-কুন্তল-কালীঘাটের কাকুর মাধ্যমে চাকরির জন্য সুপারিশ' প্রাথমিকে চাকরির সুপারিশ করেছিলেন প্রভাবশালীরা, দাবি CBI-এর: সূত্র ৩২৪জনের নামে সুপারিশ, ১৩৪জন চাকরি পাওয়ার দাবি কেন্দ্রীয় এজেন্সির: সূত্র প্রভাবশালীদের সুপারিশের সূত্রেই খুলবে তদন্তের নতুন অধ্যায়, দাবি CBI-এর