RG Kar Protest: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সরব কলকাতা, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের মিছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজও সরব কলকাতা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের মিছিল। সেলিব্রিটি থেকে আমজনতা মিছিলে সামিল সবাই।
আর জি করকাণ্ডের প্রতিবাদে ল্যান্ডডাউন থেকে হাজরা পর্যন্ত মিছিল দক্ষিণ কলকাতার ১০টি স্কুলের প্রাক্তনীদের।
আর জি কর-কাণ্ডে প্রতিবাদ রোখার ডাক তৃণমূল বিধায়কের। ফের রাত দখলের ডাক দিয়েছে বিরোধীরা। বুথে বুথে এই কর্মসূচি আটকাতে হবে। দলের কেউ জড়িত থাকলেও তাঁদের সাসপেন্ড করা হবে। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের অডিও ভাইরাল। ভাইরাল হওয়া অডিও বার্তা যে তাঁর, তা স্বীকার করে নিয়েছেন তৃণমূল বিধায়ক।
ধর্মতলার ধর্নাস্থলে শ্লীলতাহানির অভিযোগ। মত্ত যুবকের দৌরাত্ম্যে রাতের কর্মসূচিতে হুড়োহুড়ি। ধাওয়া করে ধরলেন আন্দোলনকারীরা। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। রবিবার সন্ধেবেলাতেও ধর্নামঞ্চের কাছে শ্লীলতাহানির অভিযোগ ওঠে আরেক যুবকের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে, তাকে খুঁজছে পুলিশ।