Chok Bhanga Chota: ফের CEO দফতরের বাইরে বিক্ষোভ তৃণমূলপন্থী BLO সংগঠনের। উত্তেজনা চরমে
ABP Ananda | 30 Nov 2025 12:39 AM (IST)
ABP Ananda LIVE : SIR বিরোধী নই বলেও সোমবারের পর ফের শনিবার, ফের CEO দফতরের বাইরে বিক্ষোভ তৃণমূলপন্থী BLO সংগঠনের। উত্তেজনা চরমে। হাওড়া থেকে মালদা তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায়, ২ দিন পরেও মূল অভিযুক্তরা এখনও অধরা! পরিবর্তন যাত্রা থেকে ৬ মাসের পরেই তৃণমূলকে উৎখাতের ডাক শুভেন্দুর
আরও খবর...
BLO এবং ERO-দের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ কমিশনের। কমিশন ও বিজেপিকে পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। BLO এবং ERO-দের সাম্মানিক বৃদ্ধির ঘোষণা নিয়ে ২৪ জুলাইয়ে বিজ্ঞপ্তি পোস্ট। 'BLO-দের ভাতা বাড়িয়ে ১৮ হাজার টাকা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিশনের নির্দেশের পর অদ্ভুতভাবে সেই টাকা আটকে রেখেছে রাজ্য সরকার। অবিলম্বে BLO এবং ERO-দের বর্ধিত ভাতার টাকা মঞ্জুর করুক রাজ্য', তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা, দাবি জাতীয় নির্বাচন কমিশনের