Suvendu Adhikari: ৫০ হাজার টাকায় SSC-র প্রশ্ন বিক্রির অভিযোগ শুভেন্দু অধিকারীর
ABP Ananda Live: চাকরি চুরির পরে SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন বিক্রি? ৫০ হাজার টাকায় SSC-র প্রশ্ন বিক্রির অভিযোগ শুভেন্দু অধিকারীর। ব'সিরহাটে হচ্ছে, আমার কাছে অডিও টেপ আছে'। পরীক্ষার ২ দিন আগে শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে তোলপাড়। 'OMR-এ ফাঁকি দিতে পারবে না বুঝে এবার প্রশ্ন বিক্রি'।
৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তি SSC-র,১৭% OBC তালিকা ধরে শূন্যপদের সংখ্যা প্রকাশ
স্কুলে নিয়োগে ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদ। ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তি SSC-র। নবম-দশমে ২৩ হাজার ২১২টি শূন্যপদের বিজ্ঞপ্তি । একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪টি শূন্যপদের বিজ্ঞপ্তি । ১৭% OBC তালিকা ধরে শূন্যপদের সংখ্যা প্রকাশ কমিশনের। শিক্ষক নিয়োগে ৭, ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। ৭ সেপ্টেম্বর, রবিবার: SSC-র নবম-দশমের পরীক্ষা । ১৪ সেপ্টেম্বর: SSC-র একাদশ-দ্বাদশের পরীক্ষা।