এক ডজন গল্প: কলকাতায় বস্তি এলাকার ভোটে নজর দেওয়ার নির্দেশ নাড্ডার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Dec 2020 11:46 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
হেস্টিংসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ। পাল্টা জমায়েত বিজেপিরও। তুমুল উত্তেজনা সামাল দিল পুলিশ। নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি। কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ। দাবি বিক্ষোভকারীদের। বিক্ষোভে তৃণমূল-যোগ অস্বীকার সৌগত রায়ের।
মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতির জনসংযোগ। তার আগে একই এলাকায় দুয়ারে কর্মসূচির প্রচার তৃণমূলের। ঘটনা ঘিরে তৃণমূল-বিজেপি তরজা। সরগরম ভবানীপুরের গিরিশ মুখার্জী রোড এলাকা।
‘মমতার কেন্দ্রে দিতে হবে জোর লড়াই। জিতে গেলেই নজরে পড়বেন সারা ভারতে। হেরে গেলেও লড়াই করে ব্যস্ত রাখবেন মমতাকে।’ ভবানীপুরে দলীয় বৈঠকে নেতাদের টার্গেট নাড্ডার। ‘একুশের ভোটে জিততে হলে কী রণকৌশল?’ ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ নাড্ডার, খবর সূত্রের। কলকাতায় বস্তি এলাকার ভোটে নজর দেওয়ার নির্দেশ। ১৪৪টি ওয়ার্ডের বস্তি এলাকার প্রতিনিধিদের সঙ্গে কথা। ক্ষমতায় এলে বস্তি এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি নাড্ডার।
পিকে নিয়ে এবার বিস্ফোরক ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক। ‘দল হারলে, হারবে প্রশান্ত কিশোরের জন্যেই।’ পিকের বিরুদ্ধে বিস্ফোরক অনন্তদেব অধিকারী। ‘টিম পিকের জন্য দলের সাংগঠনিক ক্ষতি। কলকাতায় বসে সব মূল্যায়ণ করা যায় না।’ পিকের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে চিঠি।
প্রশান্ত কিশোরকে দোষ দিয়ে লাভ নেই। প্রশান্ত কিশোর একজন স্ট্রাটেজিস্ট। প্রশান্ত কিশোর তো এসেছেন লোকসভা ভোটের পরে। তৃণমূল বিধায়কের বিস্ফোরণ নিয়ে মন্তব্য সৌগত রায়ের।
পশ্চিমবঙ্গ পুলিশ দাবি করেছে, উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে শটগানের গুলিতে এবং তারা শটগান ব্যবহার করে না। যদিও, একটি ভিডিও ট্যুইট করে এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন এরাজ্যে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। তৃণমূল পুলিশের পাশে দাঁড়িয়েছে।
ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির। হেস্টিংস থানায় অভিযোগ দায়ের বিজেপির। ‘ফিরহাদের মদতেই হেস্টিংসে নাড্ডা-বিরোধী বিক্ষোভ। ইটপাটকেল ছুড়ে জে পি নাড্ডাকে মেরে ফেলার চক্রান্ত।’ ইমেল করে হেস্টিংস থানায় অভিযোগ রাকেশ সিংহর। নাড্ডা আসবেন জানতামই না, পাল্টা ফিরহাদ।
মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতির জনসংযোগ। তার আগে একই এলাকায় দুয়ারে কর্মসূচির প্রচার তৃণমূলের। ঘটনা ঘিরে তৃণমূল-বিজেপি তরজা। সরগরম ভবানীপুরের গিরিশ মুখার্জী রোড এলাকা।
‘মমতার কেন্দ্রে দিতে হবে জোর লড়াই। জিতে গেলেই নজরে পড়বেন সারা ভারতে। হেরে গেলেও লড়াই করে ব্যস্ত রাখবেন মমতাকে।’ ভবানীপুরে দলীয় বৈঠকে নেতাদের টার্গেট নাড্ডার। ‘একুশের ভোটে জিততে হলে কী রণকৌশল?’ ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ নাড্ডার, খবর সূত্রের। কলকাতায় বস্তি এলাকার ভোটে নজর দেওয়ার নির্দেশ। ১৪৪টি ওয়ার্ডের বস্তি এলাকার প্রতিনিধিদের সঙ্গে কথা। ক্ষমতায় এলে বস্তি এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি নাড্ডার।
পিকে নিয়ে এবার বিস্ফোরক ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক। ‘দল হারলে, হারবে প্রশান্ত কিশোরের জন্যেই।’ পিকের বিরুদ্ধে বিস্ফোরক অনন্তদেব অধিকারী। ‘টিম পিকের জন্য দলের সাংগঠনিক ক্ষতি। কলকাতায় বসে সব মূল্যায়ণ করা যায় না।’ পিকের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে চিঠি।
প্রশান্ত কিশোরকে দোষ দিয়ে লাভ নেই। প্রশান্ত কিশোর একজন স্ট্রাটেজিস্ট। প্রশান্ত কিশোর তো এসেছেন লোকসভা ভোটের পরে। তৃণমূল বিধায়কের বিস্ফোরণ নিয়ে মন্তব্য সৌগত রায়ের।
পশ্চিমবঙ্গ পুলিশ দাবি করেছে, উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে শটগানের গুলিতে এবং তারা শটগান ব্যবহার করে না। যদিও, একটি ভিডিও ট্যুইট করে এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন এরাজ্যে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। তৃণমূল পুলিশের পাশে দাঁড়িয়েছে।
ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির। হেস্টিংস থানায় অভিযোগ দায়ের বিজেপির। ‘ফিরহাদের মদতেই হেস্টিংসে নাড্ডা-বিরোধী বিক্ষোভ। ইটপাটকেল ছুড়ে জে পি নাড্ডাকে মেরে ফেলার চক্রান্ত।’ ইমেল করে হেস্টিংস থানায় অভিযোগ রাকেশ সিংহর। নাড্ডা আসবেন জানতামই না, পাল্টা ফিরহাদ।