এক ডজন গল্প: পশ্চিম বর্ধমান ও নদিয়ায় Suvendu Adhikari-র অধিকারীর সমর্থনে পোস্টার, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Dec 2020 01:09 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
রাজ্যের সুরক্ষা ছাড়ার পর এবার কি Suvendu Adhikari কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন? Suvendu Adhikari-কে জেড ক্যাটাগরির নিরপাত্তা দিতে পারে কেন্দ্র। IB-র রিপোর্টের প্রেক্ষিতে এমনটা ভাবনা স্বরাষ্ট্রমন্ত্রকের। Suvendu Adhikari-র জন্য ১০ কম্যান্ডো, ৩০ জওয়ানের সুরক্ষা বলয়, সর্বক্ষণের সুরক্ষা, পাইলট কার দেওয়ার ভাবনা রয়েছে। দাদার অনুগামীরা ফের সক্রিয় দুই জেলায়। পশ্চিম বর্ধমান ও নদিয়ায় Suvendu Adhikari-র অধিকারীর সমর্থনে পোস্টার। তা নিয়ে তরজা BJP ও Trinamool Congresss-এ। এরই মধ্যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রক্তদান দাদার অনুগামীদের। সঙ্গে দেখুন অন্য খবর।