Ek Dojon Golpo: কলেজ ফেস্টের শেষ দিনে শানের অনুষ্ঠান, ভিড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা, আহত ৪। Bangla News
ABP Ananda
Updated at:
23 Dec 2022 12:31 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরপাড়ায় কলেজ ফেস্টে উপচে পড়া ভিড়, হু়ড়োহুড়িতে ৪জন আহত। প্যারিমোহন কলেজ ফেস্টে চূড়ান্ত বিশৃঙ্খলা, সামলাতে পুলিশের লাঠি। কলেজ ফেস্টের শেষ দিনে শানের অনুষ্ঠান, ভিড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। কলেজের পাশেই স্কুলের মাঠে শানের অনুষ্ঠানে হুড়োহুড়ি। এব্যাপারে এখনও কলেজ কর্তৃপক্ষ কিংবা উদ্যোক্তাদের প্রতিক্রিয়া মেলেনি।