এক ডজন গল্প: প্রাথমিক স্তরে নতুন প্রকল্প ‘পাড়ায় শিক্ষালয়’ আনছে রাজ্য সরকার, ঘোষণা সোমবার। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনাকালে এবার পাড়ায় পাড়ায় স্কুল কচিকাঁচাদের। প্রাথমিক স্তরে নতুন প্রকল্প আনছে রাজ্য। নতুন প্রকল্পের নাম ‘পাড়ায় শিক্ষালয়’। সোমবার প্রকল্প ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। প্রায় ২ বছর বন্ধ প্রাথমিকের পঠনপাঠন। ‘খোলা জায়গায় নেওয়া হবে পড়ুয়াদের ক্লাস’। ‘ক্লাস নেবেন স্কুলের শিক্ষক, পার্শ্বশিক্ষক, শিক্ষা সহায়করা’ । প্রাথমিক স্তরে ভাবনা রাজ্য সরকারের: সূত্র। প্রায় ৮০ লক্ষ প্রাথমিক পড়ুয়ার জন্য এই প্রকল্প। ‘যেহেতু স্কুল বন্ধ, তাই ছোটদের বিকল্প ক্লাসের ভাবনা’। খবর শিক্ষা দফতর সূত্রের।
কোভিড আবহে তমলুকে বন্ধ স্কুলের সামনেই খোলা আকাশের নীচেই চলছে ক্লাস। হালিশহর ও দেগঙ্গায় বাড়ি বাড়ি গিয়ে পড়াচ্ছেন শিক্ষকরা। এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা।
গোয়ায় ভোটের প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ায় ভোটের প্রচারে তৃণমূলের ৩০ তারকা। নির্বাচন কমিশনের কাছে প্রচারকদের তালিকা দিল তৃণমূল কংগ্রেস। আজ গোয়ায় দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল। দ্বিতীয় দফার প্রার্থীতালিকায় ৭ জনের নাম ঘোষণা। ২ দফায় ১৮ প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।