Ek Dojon Golpo : মন্ত্রিসভার রদবদলের আগে কী বললেন মদন মিত্র ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2022 01:08 AM (IST)
পার্থর অপসারণের পর বুধবার মন্ত্রিসভার রদবদল। ‘নতুনরা সুযোগ পেলে...অনেকের নামই শুনছি’। ‘দলে এখন প্রায় সবাই অভিষেক-ঘনিষ্ঠ, আমিও অভিষেক-ঘনিষ্ঠ’। ‘অনেকদিন একই ক্যাসেট শুনতে শুনতে...নতুন মন্ত্রীদের মানুষ দেখবে’। ‘পার্থ চট্টোপাধ্যায় নিয়ে দলের সিদ্ধান্ত দুঃখের, কিন্তু বাস্তব বড়ই কঠিন’। ‘আমি গদ্দার নই, আমি ইমানদার’। মন্ত্রিসভার রদবদলের আগে মুখ খুললেন মদন মিত্র।