এক ডজন গল্প: নিয়ন্ত্রণে ধর্মতলার আগুন, ঘুমনোর আগে রাতে টিভি দেখলেন সৌরভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jan 2021 12:24 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ধর্মতলায় স্টেটসম্যান হাউজের পাশের বহুতলে বিধ্বংসী আগুন। দমকলের তিনটি ইঞ্জিন সেই আগুন নেভানোর কাজ চালাচ্ছে। ঘিঞ্জি এলাকায় থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। যদিও পৌনে ১০টা নাগাদ লাগা এই আগুন আধ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এমনটাই সূত্রের খবর। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। যে বিল্ডিং ভাঙার কাজ চলছিল। তাই কেউ ছিলেন না ওখানে। আগুন নিয়ন্ত্রণে আনার পর চলছে কুলিং ডাউন করার কাজ। এই ঘটনায় স্থানীয় ওয়ার্ড কো অর্ডিনেটর ঘটনাস্থলে। এদিকে, রাতের খাবারের পর টিভি দেখেছেন সৌরভ। সংবাদমাধ্যমকে জানান অভিষেক ডালমিয়া।