Bangladesh : ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক : মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE : বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রীর। 'ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক'। 'বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার পুরোপুরি নীরব'। 'প্রধানমন্ত্রী না পারলে বিদেশমন্ত্রী এ বিষয়ে সংসদকে জানান'। বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রীর।'এমন ঘটনা ঘটে চললে, আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই'।'একবেলা খাব, দরকারেএকটা রুটি ভাগ করে খাব'। আমাদের লোক অত্যাচারিত হোক চাই না, বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর প্রস্তাব লিখিত ভাবে পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীকে, জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ।
রোগী কল্যাণ সমিতিতে বড় রদবদল, কোপে সুদীপ্ত-শান্তনু। সুদীপ্ত রায়ের বদলে আর জি করে সরকারি প্রতিনিধি অতীন ঘোষ। কলকাতা মেডিক্যাল কলেজ থেকেও ছেঁটে ফেলা হল সুদীপ্তকে। সুদীপ্তের জায়গায় কলকাতা মেডিক্যালে সরকারি প্রতিনিধি শশী পাঁজা। শান্তনু সেনের জায়গায় এনআরএসে সরকারি প্রতিনিধি সুপ্তি পাণ্ডে। বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ। মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে
২৪টি মেডিক্যাল কলেজ-হাসপাতালে সরকারি প্রতিনিধির ঘোষণা।