এক ডজন গল্প: বিশ্বভারতীর শতবার্ষিকী অনুষ্ঠান, 'আমাকে আমন্ত্রণ জানায়নি', সরব মুখ্যমন্ত্রী, পাল্টা ট্যুইট অমিত মালব্যর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Dec 2020 12:12 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এদিন কাঁথির রোড শো চলাকালীন ফের 'ভাইপো' প্রসঙ্গ টানেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আমার কোনও ভাইপোকে নিয়ে আপত্তি নেই। তোলাবাজ ভাইপোকে নিয়ে আপত্তি।' এদিন কাঁথির জনসভা থেকে ২০২১-এ বিজেপি ক্ষমতায় আসবে দাবি করে পুলিশকে দলদাস কটাক্ষ করেন তিনি। এই মন্তব্যের পাল্টা সমালোচনার সুর সৌগত রায়ের গলাতে। ফের বিদ্রোহী সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বেচারাম মান্নার ঘনিষ্ঠকে ব্লক সভাপতির পদে নিয়োগের পরেই অনুগামীদের সঙ্গে বৈঠক করে সিঙ্গুরের বিধায়ক হুঁশিয়ারি দেন ব্লক সভাপতিকে তিনি মানবেন না। জেলা তৃণমূল সভাপতি এ নিয়ে বল ঠেলেছেন রাজ্য নেতৃত্বের কোর্টে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠানের আমন্ত্রণ বিতর্কে মুখ্যমন্ত্রীর দাবি, 'এই অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।' যদিও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটা চিঠি ট্যুইট করে জানিয়েছেন, '৪ঠা ডিসেম্বর মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন উপাচার্য।'