এক ডজন গল্প: ভিক্টোরিয়ার অনুষ্ঠানে নেতাজি স্মরণ প্রধানমন্ত্রীর, 'হঠাৎ মনে পড়ল', কটাক্ষ সৌগতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jan 2021 12:09 AM (IST)
ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে একমঞ্চে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। নেতাজির চিঠিপত্র সংকলিত গ্রন্থ, নেতাজি স্মারক ডাকটিকিট এবং মুদ্রার উদ্বোধন করেন তাঁরা। প্রধানমন্ত্রী বলেন, সোনার বাংলার প্রেরণা নেতাজি। তাঁর দেখানো পথে আত্মনির্ভর ও সোনার বাংলা গড়তে হবে। এ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
মোদির সামনেই ছন্দপতন, মমতা উঠতেই ‘জয় শ্রীরাম’। বলতে উঠতেই ‘জয় শ্রীরাম’, বক্তব্য রাখলেনই না ক্ষুব্ধ মমতা। ‘কাউকে আমন্ত্রণ জানিয়ে এভাবে অপমান করা যায় না। এটা রাজনৈতিক নয়, সরকারি অনুষ্ঠান।’ বক্তব্য না রেখেই মঞ্চ ছাড়লেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। স্লোগান থামানোর অনুরোধ করেন আয়োজকরা।
নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকীতে শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত রাজ্য সরকারের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা। বাজল সাইরেন, শঙ্খধ্বনি। সাড়ে আট কিলোমিটার পদযাত্রার শেষে কটাক্ষ করলেন কেন্দ্রকে। পাল্টা উত্তর দিয়েছে বিজেপি।
মোদির সামনেই ছন্দপতন, মমতা উঠতেই ‘জয় শ্রীরাম’। বলতে উঠতেই ‘জয় শ্রীরাম’, বক্তব্য রাখলেনই না ক্ষুব্ধ মমতা। ‘কাউকে আমন্ত্রণ জানিয়ে এভাবে অপমান করা যায় না। এটা রাজনৈতিক নয়, সরকারি অনুষ্ঠান।’ বক্তব্য না রেখেই মঞ্চ ছাড়লেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। স্লোগান থামানোর অনুরোধ করেন আয়োজকরা।
নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকীতে শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত রাজ্য সরকারের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা। বাজল সাইরেন, শঙ্খধ্বনি। সাড়ে আট কিলোমিটার পদযাত্রার শেষে কটাক্ষ করলেন কেন্দ্রকে। পাল্টা উত্তর দিয়েছে বিজেপি।