এক ডজন গল্প: কলকাতার পাশাপাশি জেলাতেও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, আউট্রাম ঘাটে সংক্রমিত ৯ পুণ্যার্থী | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা (Corona) সুনামির মধ্যেই পাঁচ রাজ্যে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। সাত দফায় ভোট হবে উত্তরপ্রদেশে। এক দফায় ভোট হবে পঞ্জাব, গোয়া ও উত্তরাখণ্ডে। মারাত্মক সংক্রমণের মধ্যে ভোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি (BJP)।
কোভিডের সংক্রমণ কমাতে দু'মাস সবকিছু স্থগিতের পক্ষে মত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বর্তমান কোভিড পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা।
রাজ্যে বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় করোনার বাড়বাড়ন্ত রুখতে দক্ষিণ দমদম ও কামারহাটি পুর এলাকায় সপ্তাহে তিনদিন করে বন্ধ থাকবে বাজার ও দোকান। সোমবার ও মঙ্গলবার রাজপুর-সোনারপুর এলাকায় বন্ধ থাকবে বাজার ও দোকান।
গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) আগে আউট্রাম ঘাটে ভিড় করছেন পুণ্যার্থীরা। সেখানে পুরসভার (KMC) ক্যাম্পে করোনা (Corona) রিপোর্ট পজিটিভ আসা পুণ্যার্থীকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকে। আজ আউট্রাম ঘাটে গঙ্গাসাগরে ৪০ জন পুণ্যার্থীর কোভিড টেস্ট হয়। ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
ঘুরপথে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া। এবার থেকে স্টেশন ডেভেলপমেন্ট ফিও নেওয়া হবে যাত্রীদের কাছ থেকেই। সমস্ত জোনে চিঠি দিয়ে জানিয়েছে রেল বোর্ড। কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনায় সরব তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।