Tmc News: দুলাল সরকার হত্যাকাণ্ডে এবার জেলা তৃণমূলেরই আরেক শীর্ষনেতাকে গ্রেফতার পুলিশের ! | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: মালদার তৃণমূলের শীর্ষ নেতা দুলাল সরকার খুনে এবার জেলা তৃণমূলেরই আরেক শীর্ষনেতাকে গ্রেফতার করল পুলিশ! ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি, তৃণমূলের ইংরেজবাজার শহর সভাপতি ও প্রাক্তন কাউন্সিলর। আরেক ধৃত স্বপন শর্মা কুখ্যাত দুষ্কৃতী, বোমা মেরে খুনের মামলায় । অভিযুক্ত বর্তমানে জামিনে মুক্ত। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, সাংবাদিক বৈঠক করে জানালেন, এই খুনের জন্য় পঞ্চাশ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল! ধৃত সাতজনের মধ্য়ে, তিনজনই বিহারের কাটিহারের বাসিন্দা।

বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা

কারও পায়ে রক্ত জমে গেছে। কোমরে আঘাত। কাউকে বুট দিয়ে লাথি মারা হয়েছে। রেহাই পাননি মূক ও বধির মৎস্যজীবীও। বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা। গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে ৬টি ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের ৯৬ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জল-সীমানা লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেফতার করে ইউনূস সরকার। সোমবার বাড়ি ফিরেছেন তাঁরা। কিন্তু এখনও তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ।

বিজেপি নেতার বিতর্কিত জমি সংক্রান্ত মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তলবে হাজিরা দিলেন না অর্জুন সিংহ। অন্যদিকে ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির মামলায় সিআইডি দফতরে হাজিরা এড়ালেন পবন সিংহ। বিজেপি বলেই হেনস্থা করা হচ্ছে, অভিযোগ তুলেছেন অর্জুন-পবন।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram