Ek Dozen Golpo: একসঙ্গে একাধিক জেলার পুলিশ সুপার বদল ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিপিএমের সঙ্গে দূরত্ব বাড়ালেন অনিল-কন্যা অজন্তা বিশ্বাস। সিপিএমের সদস্যপদ নবীকরণ করলেন না অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা। সাসপেনশন ওঠার পরেও সদস্যপদ পুনর্নবীকরণ করলেন না অজন্তা। নির্ধারিত সময়সীমার মধ্যে সদস্যপদ পুনর্নবীকরণ করলেন না অজন্তা, খবর সিপিএম সূত্রে। সিপিএমের কলকাতা জেলার অধ্যাপক শাখার সদস্য ছিলেন অজন্তা। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলায়’ প্রবন্ধ লিখে শাস্তির মুখে পড়েছিলেন। সাসপেনশন মিটে গেলেও সদস্যপদ এখনও নবীকরণ করাননি অজন্তা। এ বিষয়ে ফোন করেও অজন্ত বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে এবার রাষ্ট্রপতির কাছে দরবার। দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন আক্রান্ত বিজেপি কর্মীদের ৪০ জনের একটি দল।
একসঙ্গে একাধিক জেলার পুলিশ সুপার বদল। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার বদলি রানাঘাটে, ডায়মন্ড হারবারে বদলি হলেন বাঁকুড়ার পুলিশ সুপার। বাঁকুড়ায় বদলি করা হল বারুইপুরের পুলিশ সুপারকে। ডায়মন্ড হারবারের নতুন এসপি হলেন ধৃতিমান সরকার।