Ek Dozen Golpo: বাকযুদ্ধ চরমে কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল জেলা সভাপতির | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল জেলা সভাপতির বাকযুদ্ধ চরমে। ‘১৬ সালের একটা উপনির্বাচন, লোকসভা...আমি একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এমন একজনকে আমরা বা আমি সেদিন দলের প্রার্থী করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপারিশ করেছিলাম। একটা ভুলের মাসুল, সারা জেলার মানুষকে আজ ভুগতে হচ্ছে। একটা গোখরো সাপকে বিশ্বাস করা যায়। তাকে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়া যায়। কিন্তু যার জন্য সুপারিশ করেছিলাম। তাকে আজ আর বিশ্বাস করা যায় না। কোচবিহার জেলার তৃণমূলের জেলা সভাপতিকে আক্রমণ রবীন্দ্রনাথ ঘোষের
‘কেউ কেউ সভাপতি হয়েও। সভাপতির ডাকে মিছিলে না গিয়ে অন্য মিছিলে হাজির হয়েছে। আমি দায়িত্বে যদি থাকি, তাহলে সভাপতিত্ব রাখার কোনও জায়গা নেই। এটা নিশ্চিত করে দিলাম। আমি দলের জেলা সভাপতি মিটিং আহ্বান করেছি। আপনি দু’-একজন লোক নিয়ে চামচাগিরি করতে যাবেন, এটা হতে পারে না। পাল্টা নাম না করে রবীন্দ্রনাথ ঘোষকে আক্রমণ পার্থপ্রতিম রায়ের।
গোয়া তৃণমূলে ফের ভাঙন। টিম পিকের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন গোয়া তৃণমূল কংগ্রেস সভাপতি কিরণ কান্দোলকর।