এক ডজন গল্প: উত্তরপ্রদেশ থেকে কলকাতায় ফেরার পথে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাট, শুরু রাজনৈতিক বাদানুবাদ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরপ্রদেশ থেকে কলকাতায় ফেরার পথে শুক্রবার মাঝ আকাশে এয়ার টার্ব্যুল্যান্সে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান। ঘটনায় রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ করেছে তৃণমূল। ওরা সবকিছুর মধ্যেই ষড়যন্ত্র খুঁজে দিয়েছে, পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে (Ukraine) অব্যাহত রুশ হামলা। পাল্টা হামলা ইউক্রেনের, নিকোলেভে রুশ বিমান ধ্বংস। নিকোলেভে রুশ বিমান ধ্বংস করল ইউক্রেন, গ্রেফতার পাইলট। লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত চলবে যুদ্ধ, হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের মিকোলাভ বন্দরে আটকে ২১জন ভারতীয় নাবিক।
হাঙ্গেরি সীমান্তের দিকে যাওয়ার সময় উড়ে আসে মিসাইল। মাটিতে আঘাত হানার আগেই আকাশে বিস্ফোরণ। ইউক্রেন থেকে দেশে ফিরেও আতঙ্ক কাটছে না বেলদার অনন্যার। এখনও কিভে আটকে হরিশ্চন্দ্রপুরের মাসুম। উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।