Ek Dozen Golpo: ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশনে পিছনের সারিতে বাংলা। Bangla News
abp ananda
Updated at:
20 Jan 2022 11:59 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশনে পিছনের সারিতে বাংলা। এখনও পর্যন্ত বাংলায় ১৫ থেকে ১৮ বয়সীদের ৫৩% ভ্যাকসিনেশন। দাদরা নগর হাভেলির সঙ্গে দেশের মধ্যে সবচেয়ে পিছনে বাংলা। ৯১ শতাংশ ভ্যাকসিনেশন করে দেশের মধ্যে শীর্ষে অন্ধ্রপ্রদেশ। ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রের রিপোর্ট।
চালকরা মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা করোনা আবহে শহরে ব্রিদ অ্যানালাইজার দিয়ে চলছে পরীক্ষা। লাউডন স্ট্রিটে গাড়ি-বাইক থামিয়ে চলছে পরীক্ষা। রাত ১০টার পর জোর দেওয়া হচ্ছে বিধিনিষেধে।
এলাকা দখলকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী দলের সংঘর্ষ। উত্তপ্ত প্রিন্স আনোয়ার শাহ রোডের মোড় সংলগ্ন এলাকা। একদল দুষ্কৃতী দলের ওপর চড়াও আরেক দুষ্কৃতী দল। সংঘর্ষে আহত দুজন, ভর্তি হাসপাতালে। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।