এক ডজন গল্প: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে ২৪ হাজারের গণ্ডি পেরল দৈনিক সংক্রমণ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলায় দৈনিক করোনা (Corona) সংক্রমণ ২৪ হাজারের গণ্ডি পেরিয়ে গেল! গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ২৪ হাজার ২৮৭ জন। কলকাতায় দৈনিক সংক্রমণ ৮ হাজার পার। উত্তর ২৪ পরগনাতেও গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষ সংক্রমণের কবলে। আজই দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়েছে। উদ্বেগ বাড়িয়ে একদিনে সাড়ে ৫০০-র বেশি ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে দেশে।
লাফিয়ে বাড়ছে সংক্রমণ, পরিস্থিতি মোকাবিলায় টিকাকরণে জোর প্রধানমন্ত্রীর (Narendra Modi)। ‘৭ দিনে ৩১ শতাংশ কিশোর কিশোরীর টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। বুস্টার ডোজ (Booster Dose) দেওয়ার ক্ষেত্রে গতি আনতে হবে', কোভিড পর্যালোচনা বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রীর। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রককে বৈঠকে বসার নির্দেশ। রাজ্যগুলির পাশে দাঁড়াতে স্বাস্থ্যমন্ত্রককে নির্দেশ প্রধানমন্ত্রীর। যে সব জেলায় পজিটিভিটি রেট বেশি, সেখানে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই আইসিইউ বেডের (ICU Bed) সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি থেকে বেসরকারি হাসপাতাল, অধিকাংশ জায়গায় প্রায় সমস্ত বেড ভর্তি। ক্রিটিকাল কেয়ারে উপচে পড়ছে ভিড়। চিকিৎসকদের সতর্কবাণী, করোনাকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।
এদিকে, আনন্দপুর থানা এলাকার নোনাডাঙায় অটোচালককে খুনের অভিযোগ। রাস্তার ধার থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। ওই অটোচালকের পরিচিত এক ব্যক্তিকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের দোকান ভাঙচুর করে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা।