SSC Scam: সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি, রাজ্যকে পরের পর প্রশ্ন
Supreme Court: আজ সুপ্রিম কোর্টে SSC মমলার শুনানি। কী হবে এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ? পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে, নাকি শনাক্ত করা হবে বৈধ-অবৈধ চাকরি প্রাপকদের? গত এপ্রিলে ২০১৬-র ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিশেষ বেঞ্চ। নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশও। 'OMR শিটের মিরর ইমেজ সংরক্ষণ করা হয়েছিল?' এস এস সি মামলায় সুপ্রিম প্রশ্ন রাজ্যকে। 'ওএমআর শীত একবছর পরে নষ্ট করে দেওয়া যায়, মিরর ইমেজ সংরক্ষণ করা হয়নি', আদালতে জানাল রাজ্য। এই প্রসঙ্গে কী জানালেন এবিপি আনন্দের প্রতিনিধি অতনু হালদার? সুপ্রিম কোর্টে SSC মামলার শুনানি শুরু। প্রথমে রাজ্যের আইনজীবীর বক্তব্য শুনছে প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্য কি মনে করে যে বৈধ-অবৈধ আলাদা করা সম্ভব? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। বৈধ-অবৈধ আলাদা করা সম্ভব, সর্বোচ্চ আদালতে জানাল রাজ্য।