Ek Dozen Golpo: কারও বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, মিসড কল দিয়ে জানান: মমতা Bangla News
abp ananda
Updated at:
27 Mar 2022 11:39 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাউকে কিছু অপ্রীতিকর কিছু করতে দেখলেই পুলিশে জানান। পুলিশ ব্যবস্থা না নিলে দরকার হলে আমাকে জানান। যদি কেউ কারও দোষ ধরিয়ে নেন, তাঁকে পুরস্কৃত করব। কারও বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, মিসড কল দিয়ে জানান। কোথায় কী ঘটছে আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। উত্তরবঙ্গ সফরে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কাল থেকে আরও বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। ৭ দিনে ষষ্ঠবার বাড়তে চলেছে পেট্রোপণ্যের দাম। লিটারপ্রতি পেট্রোলের দাম বাড়তে চলেছে ৩৫ পয়সা। লিটারপ্রতি ডিজেলের দাম বাড়তে চলেছে ৩৫ পয়সা। কাল থেকে কলকাতায় পেট্রোলের দাম ১০৮ টাকা ৮৮ পয়সা। কাল থেকে কলকাতায় ডিজেলের দাম ৯৩ টাকা ৯২ পয়সা