Ek Dozen Golpo: রাজ্যে একদিনে করোনায় ২৮ জনের মৃত্যু, সংক্রমিত ৮৮৪ জন। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে একদিনে করোনায় (Coronavirus) ২৮ জনের মৃত্যু, ৮৮৪ জন সংক্রমিত। করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), জলপাইগুড়ি (Jalpaiguri)। দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়িতে একদিনে ৮ জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে ১০২ জন সংক্রমিত, ৩ জনের মৃত্যু। মুর্শিদাবাদে (Murshidabad) একদিনে ২৯ জন সংক্রমিত, ৩ জনের মৃত্যু।
শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে SNSC-র চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন। ব্রাত্য বসুর বাড়ির কিছুটা আগেই শারীরশিক্ষা ও কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের পুলিশ আটকে দেয়। অভিযোগ, সেই সময় দু’জন বিক্ষোভকারী বিষ খাওয়ার হুমকি দেন। দুই বিক্ষোভকারী শিশি থেকে কিছু খাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের নিরস্ত করে। বাজেয়াপ্ত করা হয় দুটি শিশি। এরপর লেকটাউন থানায় নিয়ে যাওয়া হয় আটক বিক্ষোভকারীদের। ওই দু’টি শিশিতে কী ছিল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
জমায়েত থেকে কয়েকজন পড়ুয়ার গ্রেফতারি ও হেনস্থার প্রতিবাদে আজ এইট বি বাসস্ট্যান্ডের সামনে পথ অবরোধ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। দলিত অধিকার আন্দোলনের এক কর্মী, শরদিন্দু উদ্দীপন, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষতা নিয়ে কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। অভিযোগ তাঁকে তার জন্য পুলিশ গ্রেফতার করে। ওই ঘটনার প্রতিবাদে কয়েকটি সংগঠন সোমবার কামালগাজির মোড়ে জমায়েত করে। অভিযোগ, সেখান থেকে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে আজ রাত সাড়ে ৮টা নাগাদ এইট বি মোড়ে পথ অবরোধ করেন কয়েকজন পড়ুয়া। প্রায় ৪০ মিনিট চলে অবরোধ। পরে তাঁরা নিজেরাই অবরোধ তুলে নেন।
ফের রাতের শহরে গাড়ির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটল। পুলিশ সূত্রে খবর, আজ রাতে নিউটাউনে ডাউনটাউন মলের সামনে একটি গাড়ি প্রচণ্ড গতিতে এসে ২টি অটো ও একটি বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়ির চালক সহ চারজন আহত হয়েছেন। বাইক চালকের আঘাত গুরুতর। গাড়ির চালক মত্ত অবস্থায় চালাচ্ছিলেন বলে অভিযোগ। আহতদের পাঠানো হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে।