Hooghly News: ২ মাস ধরে পাচ্ছেন না বেতন, পথ অবরোধ চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের
Continues below advertisement
ABP Ananda Live: ২ মাস ধরে বেতন পাচ্ছেন না হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। প্রতিবাদে আজ সকাল ৮টা থেকে চুঁচুড়ার পিপুলপাতি মোড় অবরোধ করেছেন তাঁরা। ঘটনাস্থলে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অভিযোগ, গত ২ মাস ধরে বেতন পাচ্ছেন না অস্থায়ী কর্মীরা। তাঁরা কাজ বন্ধ করে দেওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে হুগলি-চুঁচুড়া পুরসভায়। জল, বিদ্যুৎ-সহ পুর-পরিষেবা বন্ধই হতে বসেছে। এর আগে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার জানান, অস্থায়ী পুর কর্মীদের বেতন দিতে ৩ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। বিধায়কের এই ঘোষণা নিয়ে আপত্তি জানান পুর চেয়ারম্যান। এই নিয়ে রীতিমতো ধুন্ধুমার বাধে। বেতন না পাওয়ায় আজ সকাল থেকে পথে নেমেছেন অস্থায়ী পুর কর্মীরা। শুরু হয়েছে পথ অবরোধ। পুর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement