এক ডজন গল্প: চূড়ান্ত না হওয়া সত্ত্বেও কেন TMC-র প্রার্থীতালিকা প্রকাশ? দলের অন্দরেই ক্ষোভের আঁচ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে ভোটকুশলী সংস্থার বিরোধ? ১০৮টি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বেনজির বিভ্রাট। ‘ওয়েবসাইটে দেওয়া প্রার্থী তালিকা চূড়ান্ত নয়। পার্থ-সুব্রত বক্সীর সই করা প্রার্থী তালিকাই চূড়ান্ত। যে তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদন রয়েছে’, জানাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা সভাপতিদের কাছে। চূড়ান্ত না হওয়া সত্ত্বেও কেন তালিকা প্রকাশ? সূত্রের খবর, তা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে ক্ষোভ।
২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় ভোট। দার্জিলিং বাদে বাকি সব পুরসভার প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল। কমিশনের বিজ্ঞপ্তি জারির পরদিনই প্রায় পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা শাসক দলের। টিকিট নয় কোনও বিধায়ককে। নবীন-প্রবীণ সমন্বয়েই প্রার্থীতালিকা, জানালেন তৃণমূলের মহাসচিব।
প্রার্থীতালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের (TMC) একাংশের। বাঁকুড়ায় (Bankura) ১৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তীর অনুগামীদের বিক্ষোভ। জেলা নেতৃত্বকে লিখে পরোক্ষে দল ছাড়ারও হুমকি। জেলা নেতৃত্বের তরফে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
আরামবাগের (Arambagh) ১২ নং ওয়ার্ডের প্রার্থী নিয়ে বিক্ষোভ তৃণমূলের একাংশের। আরামবাগ মেদিনীপুর ও আরামবাগ বাঁকুড়ার রাজ্য সড়ক অবরোধ।টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের।