এক ডজন গল্প: ক্রমাগত রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, একাধিক শহরে জারি রেড অ্যালার্ট | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯তম দিনে ইউক্রেনে লাগাতার রুশ-হামলা, ধ্বংসস্তূপ কিভ। খারকিভ, ডনবাসে রাশিয়ার রকেট হামলা, গোলাবর্ষণ। আরপিনে এখনও আটকে রয়েছেন ১০ হাজার মানুষ। শহরের ৩০ ভাগ রুশ সেনার দখলে, জানিয়েছেন আরপিনের মেয়র। রুশ গোলায় কিভের ফুড ডিপোয় আগুন। ইউক্রেনের একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনকে নো ফ্লাই জোন করা হোক, আর্জি জেলেনস্কির।
১৬ মার্চ ইউক্রেন (Ukraine) ফেরত বাংলার পড়ুয়াদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ১৬ মার্চ বেলা ১২ টায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র দেখা করবেন মুখ্যমন্ত্রী।
এবার ১২ বছরের ঊর্ধ্বদের জন্য করোনার ভ্যাকসিনে (Corona Vaccine) অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বুধবার থেকেই শুরু হচ্ছে ১২-১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন। পাশাপাশি কোমর্বিডিটি না থাকলেও সব ষাটোর্ধ্বদেরই বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।