Hooghly News : জয়েন্ট বিডিও-র নাম করে আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ পাঁশকুড়ায়
ABP Ababda LIVE : খোদ জয়েন্ট বিডিও-র নাম করে আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ পাঁশকুড়ায়। থানার দ্বারস্থ হয়েছেন পাঁশকুড়ার বিডিও। অভিযোগ, আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জয়েন্ট বিডিওর নামে ফোনে টাকা চাওয়া হচ্ছে। ১০-১২ জনকে ফোন করে কাটমানি চাওয়া হয়েছে বলে ব্লক প্রশাসনের অভিযোগ। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির কটাক্ষ, প্রশাসনের নাম জড়িয়ে কাটমানি চাওয়ার নতুন কৌশল নিয়েছে তৃণমূল। ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি করেছে শাসকদল।
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপির প্রধানকে ৭ ঘণ্টা তালাবন্দি করে রাখলেন তৃণমূল নেতা, কর্মীরা। পঞ্চায়েত অফিসের বাইরে চলল অবস্থান-বিক্ষোভ। বিভিন্ন ইস্যু নিয়ে রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিতে যান তৃণমূল নেতা, কর্মীরা। বিজেপি প্রধানকে দোষারোপ করে পঞ্চায়েত অফিসের গেটে তালা লাগিয়ে দেন তাঁরা। দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত তালাবন্দি অবস্থায় ছিলেন প্রধান, কয়েকজন মহিলা পঞ্চায়েত।সদস্যা ও পঞ্চায়েত অফিসের কর্মীরা। বিজেপি প্রধানের অভিযোগ, রায়দিঘি থানায় ফোন করেও পুলিশের সাহায্য মেলেনি। পরে জয়েন্ট বিডিও-র মধ্যস্থতায় প্রধান-সহ অন্যরা মুক্তি পান। প্রধান পঞ্চায়েতের কাজের হিসেব দিতে পারেননি বলেই আটকে রাখা হয়, সাফাই তৃণমূলের।