Ek Dozen Golpo: আত্মহত্যা না অন্য কিছু? বিদিশা মজুমদার মৃত্যুর তদন্তে নাগেরবাজার থানার পুলিশ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2022 11:20 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপল্লবী দে-র পরে এবার আরেক অভিনেত্রীর রহস্যমৃত্যু। দমদমের নাগেরবাজারে বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যু। নাগেরবাজারে ঝুলন্ত অবস্থায় বিদিশার মৃতদেহ উদ্ধার। আত্মহত্যা না অন্য কিছু? তদন্তে নাগেরবাজার থানার পুলিশ। পল্লবীর মৃত্যুর পরেই ছবি শেয়ার করে পোস্ট করেন বিদিশা
মেনে নিতে পারলাম না বলে ফেসবুক পোস্ট করেন বিদিশা। তার ১০দিনের মধ্যেই ফ্ল্যাট থেকে বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার।
খুবই দুঃখজনক ঘটনা। ওঁর ফেসবুক কমেন্টের মধ্যে বোঝা যায়, পল্লবীর মৃত্যুর সাথে উনি নিজের জীবনের যোগসূত্র খুঁজে পাচ্ছেন। তা ছাড়া প্যানডেমিকের পর জীবনে প্রচন্ড চাপ এসেছে মানুষের। ফলে এই ধরণের ঘটনা ঘটছে, বললেন মনোবীদ সব্যসাচী মিত্র।