এক ডজন গল্প: 'শুভেন্দু ফিরতে চাইছে, কিন্তু ফেরানো হবে না', বিস্ফোরক দাবি কুণাল ঘোষ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমমতার (Mamata Banerjee) নির্দেশ উপেক্ষা, দক্ষিণ ২৪ পরগনায় প্রথম তালিকাতেই মনোনয়ন। বজবজের পর এবার ডায়মন্ড হারবারে প্রথম তালিকাতেই মনোনয়ন। এসডিও অফিসে গিয়ে মনোনয়ন দিলেন তৃণমূলের ১৬জন প্রার্থী। ‘সুব্রত বক্সীর সইটাই যে আসল, সেটা কে বলেছে?’, তাই প্রথম তালিকা অনুযায়ী মনোনয়ন, দাবি বিদায়ী পুরপ্রধানের।
মমতা বন্দ্যোপাধ্যায়-অনুমোদিত তালিকাই চূড়ান্ত। প্রার্থী নিয়ে ফের বার্তা পার্থর (Partha Chatterjee)। প্রথম তালিকাতেই প্রার্থীরা মনোনয়ন দিলে, নেত্রীর (Mamata Banerjee) নির্দেশকেই তো চ্যালেঞ্জ, কটাক্ষ বিরোধীদের।
সিউড়িতে (Siuri) তৃণমূল নেতার স্ত্রী, মনোনয়ন পেশ করলেন কংগ্রেস (Congress) প্রার্থী হিসেবে। আর প্রস্তাবক হিসেবে সই করলেন সিউড়ির ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা মানস ঘোষ। আজ তাঁর স্ত্রী ওই ওয়ার্ডে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দেন। বিতর্কের মুখে তৃণমূল নেতার দাবি, এলাকার মানুষের দাবিতেই তাঁর স্ত্রী কংগ্রেস প্রার্থী হয়েছেন। যদিও জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দলীয় নেতার স্ত্রী মনোনয়ন জমা দিলেও পরে প্রত্যাহার করে নেবেন। এদিকে, তৃণমূলের টিকিট না পেয়ে দুবরাজপুরের (Dubrajpur) দুই প্রাক্তন কাউন্সিলর নির্দল হয়ে মনোনয়ন পেশ করেছেন।
তৃণমূল (TMC) টিকিট না মেলায় কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন কোন্নগরের (Konnagar) প্রাক্তন চেয়ারম্যান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। তৃণমূল ত্যাগী নেতার দাবি, প্রাথী তালিকা বেরোনোর পর তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেনি।কেন তাঁকে বাদ দেওয়া হল তাও জানানো হয়নি। গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব।
"যারা তৃণমূল (TMC) থেকে গেছে, তারা বলছে আমাদের নাও, শুভেন্দু (Suvendu Adhikari) ফিরতে চাইছে। ওর সঙ্গে দু’একজন যারা গেছে, তারাও চাইছে। শুভেন্দু ফিরতে চাইছে, কিন্তু ফেরানো হবে না", সল্টলেকে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের (Kunal Ghosh)।
বিধানসভা ভোটে পরাজিত হওয়া সত্ত্বেও তাঁকে শিলিগুড়ি পুরসভার প্রশাসক করেছিল তৃণমূল (TMC) সরকার। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের (Goutam Deb) কাছে এবারের পুরভোট যথার্থ অর্থেই যেন প্রেস্টিজ ফাইট। নিজেকে জিতে দেখাতে তো হবেই। সেই সঙ্গে শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডে ঘাসফুল ফোটানোর গুরু দায়িত্ব তাঁর কাঁধে।