এক ডজন গল্প: একইদিনে রাজ্যের দুই প্রান্তে তৃণমূল কাউন্সিলর ও জয়ী কংগ্রেস প্রার্থী খুন, সরগরম বঙ্গ রাজনীতি | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তর ২৪ পরগনার পানিহাটিতে (Panihati) গুলি করে হত্যা তৃণমূল (TMC) কাউন্সিলরকে। পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত। দোষীদের গ্রেফতারির দাবিতে বিটি রোড অবরোধ তৃণমূলের।
একজন প্রত্যক্ষদর্শী জানান, কুকুরের খাবার কিনছিলেন অনুপম। তখনই পিছন থেকে একজন দুষ্কৃতী এসে গুলি চালায়। মোট তিনজন দুষ্কৃতী ছিল বলে মনে করা হচ্ছে। কাউন্সিলরের মৃত্যুর প্রতিবাদে আগরপাড়ায় (Agarpara) পথ অবরোধ।
এদিকে, পুরুলিয়ার ঝালদা (Jhalda) পুরসভার জয়ী কংগ্রেস প্রার্থী তপন কান্দু খুন। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস (Congress) প্রার্থী খুন। গুলি করে খুন কংগ্রেসের জয়ী প্রার্থীকে। এখনও ঝালদা পুরসভা ত্রিশঙ্কু। ঝালদার ১২টি মধ্যে ৫ ওয়ার্ডে জেতে তৃণমূল। কংগ্রেস জেতে ৫টি ওয়ার্ডে, দুটিতে জেতে নির্দল। নির্বাচনের পরে তৃণমূলে যোগ দেয় ১ নির্দল প্রার্থী। এর জেরে মঙ্গলবার ১২ ঘণ্টা পুরুলিয়া বনধের ডাক দিয়েছে পুরুলিয়া জেলা কংগ্রেস।
আজকের এই ঘটনা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "ঝালদায় কংগ্রেসের বোর্ড গঠনের সম্ভাবনা প্রবল হয়ে গেল বলে সেই সম্ভাবনাকে খারিজ করে দেওয়ার জন্য তৃণমূল আশ্রিত গুণ্ডারা তপন কান্ডুকে হত্যা করল।"