Kolkata News: ত্বকের পরিচর্যায় নতুন মাসাজ অয়েল আনল কলকাতার ডক্টর এসসি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ত্বকের পরিচর্যায় নতুন মাসাজ অয়েল আনল কলকাতার ডক্টর এসসি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি। প্রিমিয়াম প্যাকেজিংয়ে মিলবে অফলাইনের পাশাপাশি অনলাইনেও। স্পর্শকাতর ত্বকের অধিকারীরাও ব্যবহার করতে পারবেন এই তেল, দাবি করেছে প্রস্তুতকারী সংস্থা।
আরও খবর...
নন্দীগ্রামে তৃণমূলকর্মী খুন, আরও ২ বিজেপি কর্মী গ্রেফতার। ওড়িশার হোটেল থেকে চন্দন দাস, রাজকুমার মণ্ডল গ্রেফতার। গত ৮ ডিসেম্বর সমবায় ভোট ঘিরে অশান্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। বাড়িতে ঢুকে তৃণমূলকর্মী বিষ্ণুপদ মণ্ডলকে কুপিয়ে খুন করা হয়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগে জোড়া FIR দায়ে হয়। এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৫।
বন দফতরকে কার্যত ঘোল খাইয়ে পালিয়ে বেড়াচ্ছে ওড়িশার সিমলিপাল থেকে পালানো বাঘিনী। আপাতত তার অবস্থান বাঁকুড়ার রানিবাঁধে। সেখানে এবার বাঘের পাশাপাশি হাতির আতঙ্ক। দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় এসেছে প্রায় ৬২টি হাতির দল। দলমার দাঁতালদের ঠিকানা বড়জোড়ার পাবয়ার জঙ্গল। সপ্তাহ দুই আগে হাতির দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দল হাজির হয়েছে বড়জোড়ার পাবয়ার জঙ্গলে। প্রায় এক সপ্তাহ ধরে সেখানেই রয়েছে হাতির দল। তাদের ওই জঙ্গলেই আটকে রাখার চেষ্টা চালাচ্ছে বন দফতর। বাঘের পাশাপাশি এবার হাতির আতঙ্ক জঙ্গলমহলের এই জেলায়।