Debanjan Deb: কার হাত ধরে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ দেবাঞ্জন দেবের?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকার হাত ধরে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ দেবাঞ্জন দেবের? নাম উঠে আসছে তালতলার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা অশোক চক্রবর্তীর। যদিও এব্যাপারে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা অশোক চক্রবর্তী দায় চাপিয়েছেন দলের স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায় ঘাড়েই।
কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম অবশ্য পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটরের।
নিজের আত্মীয়কেও পুরসভার ভুয়ো অফিসার পরিচয় দিয়ে ভুয়ো নিয়োগ করেছিলেন দেবাঞ্জন দেব। ধৃত ভুয়ো আইএএস অফিসারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন খোদ আত্মীয়ই। জালিয়াতির বিষয়টি তিনি জানতেন না বলে দাবি করেছেন দেবাঞ্জনের খুড়তুতো দাদা। এদিকে, ভুয়ো আইএএস অফিসার পরিচয়ে কসবার মাল্টিজিমেও যাতায়াত ছিল দেবাঞ্জনের।
ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েও, মোবাইলে এসএমএস বা সার্টিফিকেট পাননি বলে দাবি কলকাতার বেশ কয়েকজন বাসিন্দার। অন্যদিকে, ভ্যাকসিন না নিয়েও আরোগ্য সেতু অ্যাপে প্রথম ডোজ নেওয়ার সার্টিফিকেট পেয়ে উৎকণ্ঠায় পানিহাটির বাসিন্দা।
মুম্বই-পুণে ডেকান এক্সপ্রেসের বিশেষ ট্রেন পরিষেবা চালু করল সেন্ট্রাল রেলওয়ে। এই ট্রেনের রয়েছে বিলাসবহুল ভিস্তাডোম কোচ। বাতানুকুল কোচের ছাদে রয়েছে কাচের প্যানেল। সিট ঘুরতে পারে ১৮০ ডিগ্রি। বোতাম টিপলেই খোলে দরজা। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে কোচে রয়েছে ৬টি সিসিটিভি।