এক ডজন গল্প: কাঁথি ও এগরা পুরভোটে TMC-র আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেও, পিছু হটলেন Akhil Giri | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Feb 2022 01:03 AM (IST)
কাঁথি (Kanthi) ও এগরা পুরভোটে তৃণমূলের আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেও, পিছু হটলেন অখিল গিরি (Akhil Giri)। প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি ঘিরে তৃণমূলকে বিঁধেছে বিরোধীরা। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, জেলা পদাধিকারীদের কাছে সই করে পাঠানো তালিকাই আসল।
দক্ষিণ ২৪ পরগনার রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্যাকে অপহরণের অভিযোগ। জেলায় একমাত্র এই পঞ্চায়েতটিই সিপিএমের দখলে আছে। পঞ্চায়েত দখল করতে তৃণমূল এসব করছে বলে অভিযোগ সিপিএমের। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।