এক ডজন গল্প: ইউক্রেনে হামলার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে নিন্দা প্রস্তাব, পক্ষে ভোট দিতে বিরত থাকল ভারত | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাশিয়া-ইউক্রেন যুদ্ধে তিন দিন পার। রাশিয়ার লাগাতার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের কিভ-সহ একাধিক শহর। ইউক্রেনে হামলার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে নিন্দা প্রস্তাব। আমেরিকা, ফ্রান্স পক্ষে ভোট দিলেও বিরত থাকল ভারত, চিন। উদ্বেগের আবহে ভারতের সাহায্য চাইলেন ইউক্রেনের রাষ্ট্রপতি।
মায়ের হাতের মধ্যে নিজের হাত রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে এক সদ্যোজাত। জানেই না, কী ভয়ানক এক সময়ে পৃথিবীর আলো দেখেছে সে। বাইরে মুহূর্মুহূ আছড়ে পড়ছে গোলা-গুলি-মর্টার। আকাশ ফাটানো গর্জন করে উড়ে যাচ্ছে যুদ্ধ বিমান। বারুদের গন্ধ আর ধোঁয়ায় ঢেকেছে রাজধানী কিভ-এর আকাশ। এরকম সময়েই কিভের একটি বাঙ্কারে জন্ম নিয়েছে এই শিশুকন্যা। ইউক্রেনের বিদেশ মন্ত্রকের টুইটার হ্যান্ডেল থেকে স্ট্যান্ড উইথ ইউক্রেন হ্যাশট্যাগ দিয়ে প্রকাশ করা হয়েছে এই ছবি। লেখা হয়েছে, ‘যতদূর জানা গিয়েছে, এই প্রথম কোনও শিশুর জন্ম হল কিভের বাঙ্কারে। জ্বলন্ত বহুতল, রাশিয়ান ট্যাঙ্কের পাশে জন্ম নেওয়া এই শিশুকে আমরা স্বাধীনতা বলে ডাকব।’
ইউক্রেনে আটকে পড়া ২১৯ জন ভারতীয়কে নিয়ে রোমানিয়া হয়ে মুম্বই ফিরল বিমান। ২৫০ জন ভারতীয় ছাত্রকে নিয়ে রওনা দিল আরও একটি বিমান।