এক ডজন গল্প: কাল থেকে রাজ্যে শুরু হচ্ছে না ১২ ঊর্ধ্বদের করোনার টিকাকরণ, জানালেন স্বাস্থ্য অধিকর্তা | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Mar 2022 11:52 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে না ১২ ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন (Corona Vaccination)। ‘প্রস্তুতি তুঙ্গে, ভ্যাকসিনেশনের জন্য ২-৩দিন সময় লাগবে। ১২ ঊর্ধ্বদের প্রথম ডোজের জন্য রয়েছে পর্যাপ্ত ভ্যাকসিন’, ১২ ঊর্ধ্বদের করোনার ভ্যাকসিনেশন নিয়ে জানালেন স্বাস্থ্য অধিকর্তা (CMOH)।
ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক ও বিপজ্জনক পুরসভাগুলির তালিকা প্রকাশ করল রাজ্য নগরোন্নয়ন সংস্থা। তালিকায় ৪৩টি পুরসভাকে চিহ্নিত করা হয়েছে ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক হিসেবে। ৮৩টি পুরসভা বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। তবে কলকাতা পুরসভা ছাড়াই এই তালিকা তৈরি হয়েছে।