এক ডজন গল্প: তৃণমূলের সংগঠনে আরও গুরুত্বপূর্ণ অভিষেক? আগামীকাল জোড়া-বৈঠক শেষে মিলতে পারে উত্তর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক ব্যাক্তি এক পদ নীতিতে কি এগোচ্ছে তৃণমূল (TMC)? সংগঠনে আরও গুরুত্বপূর্ণ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)? সূত্রের খবর, শনিবার তৃণমূলের জোড়া বৈঠকে এমনই প্রশ্নের উত্তর মেলার সম্ভাবনা রয়েছে। দলত্যাগীদের তৃণমূলে ফেরার প্রসঙ্গে হতে পারে আলোচনা। অন্যদিকে দলীয় কর্মীদের পাশে না দাঁড়ানোর অভিযোগ। তথাগত রায়ের কটাক্ষের জবাব দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির (BJP) দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় কটাক্ষের সুর শোনা গেল তৃণমূলের গলায়। পাশাপাশি সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক (Higher Secondary)। এই মুহূর্তে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সূত্রের খবর, বিশেষজ্ঞ কমিটি এমনই রিপোর্ট চূড়ান্ত করে ফেলেছে। পরীক্ষার বদলে কোন পদ্ধতিতে মূল্যায়ন? তা নিয়েও রয়েছে একাধিক প্রস্তাব। করোনা পরিস্থিতিতে জোড়া পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের সঙ্গে কতটা সহমত? রাজ্যের বোর্ডগুলিরও কি উচিত পরীক্ষা বাতিল করে দেওয়া? প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির ক্ষেত্রে কি ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করা উচিত? এরকমই একাধিক প্রশ্নকে সামনে রেখে দেশজুড়ে সমীক্ষা চালাল সমীক্ষক সংস্থা সি ভোটার। অন্যদিকে এবার করোনার ভ্যাকসিনেশন সার্টিফিকেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। ১৮-৪৪ বয়সী যাদের বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে রাজ্য সরকার, তাদের দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া শংসাপত্র। তবে কোউইন পোর্টালে মিলবে মোদির ছবি দেওয়া সার্টিফিকেটই। এবার বিনয় তামাঙ্গ-পন্থী মোর্চায় কোন্দলের জের। কার্শিয়ং পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল কৃষ্ণা লিম্বুকে। পুরসভার মেয়াদ শেষের কয়েকমাস আগে চেয়ারম্যানের অপসারণ ঘিরে পাহাড়ের রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে। এদিকে বাড়ির সামনেই স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত স্বামীর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। বোড়ালের সর্দারপাড়ায় ঘটনাটি ঘটে। আজ সন্ধে সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশের অনুমান, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই হামলা। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে কেরলে (Kerala) বর্ষা ঢুকে পড়েছে। আগামী সপ্তাহে বর্ষা (Monsoon) ঢুকতে পারে বাংলায়। আশার কথা শোনাল আবহাওয়া দফতর। ১১ জুন উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে মৌসুমী বায়ু ঢুকবে বাংলা ও পার্শ্ববর্তী রাজ্যে।