Manmohan Singh: প্রয়াত মনমোহন সিং, শোকপ্রকাশ মোদি-শাহর
PM Narendra Modi: 'গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রতিদিন কথা হতো। তার বুদ্ধি এবং মানবিকতা আমায় মুগ্ধ করত', প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। লোকসভা ভোটের বছর ঘোরার আগেই ফাটল আরও চওড়া হল INDIA জোটে। কংগ্রেসকে INDIA জোট থেকে বাদ দেওয়ার দাবি তুলল আম আদমি পার্টি। বুধবারই অরবিন্দ কেজরিওয়ালকে জালিয়াত, দেশদ্রোহী বলে আক্রমণ করেন কংগ্রেস নেতা অজয় মাকেন। এই প্রেক্ষিতে অজয় মাকেনের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার জন্য়, কংগ্রেসকে ২৪ ঘণ্টার টাইমলাইন বেঁধে দিয়েছে কেজরিওয়ালের দল। সেই সঙ্গে কংগ্রেসকে বিরোধী জোট থেকে বাদ দেওয়ার ডাক দিয়েছে তারা। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ।