এক ডজন গল্প: জৌগ্রাম থেকে মন্তেশ্বর, দিলীপের মিছিলে দফায়-দফায় বিক্ষোভ, পর্ণশ্রীতে প্রোমোটারের রহস্যমৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Oct 2020 12:21 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
একদিনেই ভোলবদল অনুব্রতর, কটাক্ষ বিজেপির। সমবায় ব্যাঙ্কে ১২ কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার অর্জুন সিংহের ভাইপো। জৌগ্রামের পর মন্তেশ্বর, দিলীপের মিছিলে দফায়-দফায় বিক্ষোভ। আইনশৃঙ্খলার 'অবনতি'র অভিযোগে পথে কংগ্রেস, গুরুত্ব দিচ্ছে না তৃণমূল-বিজেপি। পর্ণশ্রীতে প্রোমোটারের রহস্যমৃত্যু, খুন বলে দাবি পরিবারের। শহরে প্রথম ভাস্কর বিমল কুণ্ডুর একক ছবির প্রদর্শনী।