এক জজন গল্প: 'রাজনৈতিক দলগুলির কাছে অনুরোধ দয়া করে কারও ঘর ভেঙে দেবেন না' সৌমিত্র-সুজাতার সম্পর্কে ভাঙন প্রসঙ্গে বললেন জয় বন্দ্যোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Dec 2020 11:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
তৃণমূলে যোগ দিলেন বাঁকুরার বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)-এর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। এরপর সাংবাদিক বৈঠক থেকে স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানোর কথা ঘোষণা করেন সৌমিত্র খাঁ। পরস্পরের বিষয়ে মুখ খুলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দুজনেই। 'নেতা বদল হোক, দল বদল হোক। কিন্তু রাজনৈতিক দলগুলির কাছে অনুরোধ দয়া করে কারও ঘর ভেঙে দেবেন না। মন্তব্য বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Banerjee)। ' 'প্রথম থেকেই তৃণমূলে (TMC) ছিলাম। জয় বন্দ্যোপাধ্যায়ও (Joy Banerjee) তৃণমূলে ছিলেন। ২০১৪ সালে জয় বন্দ্যোপাধ্যায় বিজেপিতে (BJP) যোগ দেন। সুতরাং ঘর ভেঙেছিল বিজেপি। আমাদের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটেছিল।' জয় বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ তাঁর প্রাক্তন স্ত্রী ও কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অনন্যা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে দেখুন অন্য খবর।