Ek dojon golpo: কাজ হল না অভিষেকের হুঁশিয়ারিতে, মাথাভাঙায় তৃণমূলের 'ভোট' স্থগিত
ABP Ananda | 25 Apr 2023 11:56 PM (IST)
কাজ হল না অভিষেকের হুঁশিয়ারিতে, মাথাভাঙায় তৃণমূলের 'ভোট' স্থগিত। প্রার্থী নির্বাচন নিয়ে মাথাভাঙায় গোপন ব্যালটে ভোট বন্ধ। সাহেবগঞ্জ, গোসাইমারির পরে এবার মাথাভাঙাতেও বিশৃঙ্খলা। অভিষেকের উপস্থিতিতে গোপন ব্যালটে ভোটের সময় বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা করলেই ভোট বাতিল, অভিষেকের হুঁশিয়ারির পরেও হাতাহাতি।