BJP : এবার বঙ্গ বিজেপিতেও সাংগঠনিক রদবদল, পাল্টে দেওয়া হল ১১ জন জেলা সভাপতিকে
ABP Ananda
Updated at:
06 Aug 2023 11:51 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলোকসভা নির্বাচনের আগে সম্প্রতি জাতীয় স্তরে বিজেপি-র (BJP) সাংগঠনিক রদবদল করা হয়েছে। আর এবার বঙ্গ বিজেপিতেও সাংগঠনিক রদবদল (Organizational Change in Bengal BJP) করা হল। বদল জেলা সংগঠনেও। পাল্টে দেওয়া হল বিজেপির ১১ জন জেলা সভাপতিকে।