বাজ পড়ে দক্ষিণবঙ্গে মৃত ২৬, শোকবার্তা মোদি-শাহের, আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্রের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাজ পড়ে দক্ষিণবঙ্গে একদিনে ২৬ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের জেরে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা কেন্দ্রের। জানা যাচ্ছে, বুধ ও বৃহস্পতিবার ৪ জেলায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখা করবেন নিহতদের পরিবারের সঙ্গে। অন্যদিকে লিলুয়ার বামনগাছিতে প্রকাশ্যে গুলি, বোমাবাজি। মৃতদেহ সৎকার নিয়ে দু'দলের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষ চলাকালীন চলে গুলি, আহত পুলিশ। গুলিবিদ্ধ লিলুয়া থানার সাব ইনস্পেকটর সুমন ঘোষ (Suman Ghosh)। পাশাপাশি বিধাননগরে এটিএম লুঠ। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কৈখালী থেকে গ্রেফতার দিল্লি গ্যাং-র তিনজন। ধৃতদের কাছ থেকে দেড় লক্ষ টাকা বাজেয়াপ্ত। কলকাতায় লুঠে জড়িতরা একই চক্রের সদস্য। এর আগে সুরাত, কলকাতা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে কোর্টে এসে বলতে হবে একসঙ্গে থাকতে চাই না। তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের মা হওয়ার গুঞ্জনের মধ্যেই বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ স্বামী নিখিল জৈন (Nikhil Jain)। একইসঙ্গে নিখিলের পরিবার সূত্রে দাবি করা হয়েছে, ১০ সেপ্টেম্বর সম্ভবত সন্তানের জন্ম দিতে পারেন নুসরত (Nusrat Jahan)। তবে এব্যাপারে এখনও পর্যন্ত নুসরত জাহানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।