Bangladesh News: ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নেপথ্যের কারণ কী?

Continues below advertisement

Bangladesh: ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন । ডেইলি স্টার সূত্রে খবর, আগুন নেভানোর লড়াইয়ে দমকলের ১৮ টি ইঞ্জিন । প্রথম আলো সূত্রে খবর, গতকাল রাত ১.৫২ নাগাদ আগুন লাগার খবর আসে দমকলের কাছে । যদিও এখনও আগুন লাগার কারণ জানা যায়নি । আগুন লাগার পিছনে কোনও চক্রান্ত রয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন আশঙ্কা, আগুন লাগিয়ে বাংলাদেশের জেলছুট বন্দিদের তথ্য় লোপাটের চেষ্টা করা হয়নি তো?

 

একের পর এক বিস্ফোরক সব তথ্য় উঠে আসছে কাশ্মীরের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে। লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গিগোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, খবর গোয়েন্দা সূত্রে। IED বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত, একসময়ে প্রায় ৯ মাস ছিল করাচিতে। ২০১১ সালে জঙ্গি গোষ্ঠী আল-ই-হাদিতের নেতা সওকত শাহ খুনে অভিযুক্ত জাভেদ। গোয়েন্দা সূত্রে দাবি, ধৃত জাভেদ আহমেদ মুন্সি কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সেকেন্ড-ইন-কমান্ড। তার বাড়ি , শ্রীনগরের চানপুরায়। প্রশিক্ষণ নিয়েছিল আল কায়েদার থেকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram