Ekhon Kolkata: ফের জামিনের আর্জি খারিজ, ১২ ডিসেম্বর পর্যন্ত জেলেই পার্থ, সুবীরেশ, কল্যাণময়রা | Bangla News
ABP Ananda | 28 Nov 2022 08:05 PM (IST)
ফের জামিনের আর্জি খারিজ, জেলেই পার্থ, সুবীরেশ, কল্যাণময়রা। ১২ ডিসেম্বর পর্যন্ত জেলেই কাটাতে হবে পার্থ-সহ ৭ অভিযুক্তকে। জেলেই পার্থ, কল্যাণময়, সুবীরেশ, শান্তিপ্রসাদ, অশোক, প্রসন্ন, প্রদীপরা। সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ফের প্রশ্ন আদালতের। দেড়শো দিন পার, কবে তদন্ত শেষ? সিবিআইকে প্রশ্ন আলিপুর কোর্টের। ৩৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কোর্টে দাবি সিবিআইয়ের।