'১০ বছরেও ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারেননি, করোনাকেও পারলেন না', মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2020 08:17 PM (IST)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির। দিলীপ ঘোষের প্রশ্ন গণতন্ত্র, সংস্কৃতির কোনও চিহ্ন পশ্চিমবঙ্গে আছে কি? তাঁর কথায়, এটা দাঁড়িয়ে থেকে শেষ করেছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, ডেঙ্গুর সঙ্গে ১০ বছর লড়াই করে কন্ট্রোল করতে পারলেন না। এখনও ডেঙ্গুতে বহু লোক মারা যায়। করোনায় রোজ সংক্রমণ বাড়ছে এবং ৬০-৭০ জন মারা যাচ্ছে। এটাও উনি কন্ট্রোল করতে পারেন নি। তিনি জানান, ওনার অযোগ্যতা, অপদার্থতা অন্যের ঘরে চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করা বেশি দিন চলবে না।