Ekhon Kolkata (Seg-1): শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এবার তৎপর ইডি, মামলাকারী আইনজীবীর কাছে তথ্য তলব
abp ananda
Updated at:
22 Jun 2022 08:25 PM (IST)
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এবার তৎপর ইডি। নিয়োগ সংক্রান্ত ২টি মামলায় তথ্য চাইল ইডি, খবর সূত্রের। মামলাকারীদের আইনজীবীদের কাছে তথ্য চাইল ইডি। ‘একাদশ-দ্বাদশের মামলাকারী ববিতা সরকারের আইনজীবীর কাছে তথ্য তলব। নবম-দশমের মামলাকারী আব্দুল গনি আনসারির আইনজীবীর কাছে তথ্য তলব। নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে ইডির তৎপরতা।ববিতা সরকারের মামলায় চাকরি গিয়েছিল পরেশ কন্যা অঙ্কিতার। আব্দুল গনি আনসারির মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে।