Ekhon Kolkata : অগ্নিপথে অগ্নিগর্ভ দেশ, বিক্ষোভের ব্যাপক প্রভাব ট্রেন পরিষেবায়
অগ্নিপথ বিরোধিতায় আজও দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ুতে অগ্নিগর্ভ পরিস্থিতি। উত্তেজনা রাজধানী দিল্লিতেও। পশ্চিমবঙ্গেও জায়গায় জায়গায় অবরোধ বিক্ষোভ।
ছাত্র সংগঠনের ডাকা ভারত বন্ধে অশান্ত বিহারের জেহানাবাদ। বাস-ট্রাকে আগুন, পাথরবৃষ্টি। অগ্নিগর্ভ তারেগানা, স্টেশনে ভাঙচুর-আগুন-লুঠপাট, এমনকী গুলি চালানো হয় বলেও অভিযোগ। জেহানাবাদ, পাটনা, মুঙ্গেরের পরিস্থিতিও অগ্নিগর্ভ। রোহতাসের বিক্রমগঞ্জ ও নৌখায় আগুন, বিক্রমগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি। আহত এক পুলিশ কর্মী। নৌখায় সরকারি গাড়িতে পাথরবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে বিহারের ১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সহর্ষ এলাকায় বন্ধের জেরে রাস্তাঘাট শুনশান। সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। অশান্তির আশঙ্কায় দানাপুর স্টেশনে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়েছে কিনা খতিয়ে দেখছে বিহার পুলিশ।
অগ্নিপথ’ নিয়ে বিক্ষোভ, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। ‘স্টেশন, জাতীয় সড়ক-সহ সরকারি দফতরে বাড়তি নিরাপত্তা’, আপাতত বিক্ষোভ চলার আশঙ্কায় সতর্ক করল কেন্দ্র। অশান্তির আশঙ্কায় সব রাজ্যের মুখ্যসচিব, ডিজিপিদের বার্তা কেন্দ্রের
কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের পুলিশ কমিশনারকেও সতর্কবার্তা।