এখন কলকাতা (Seg 2): পুরভোটে খবর সংগ্রহ করতে গিয়ে দিকে দিকে আক্রান্ত এবিপি আনন্দর সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Feb 2022 09:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরভোটে খবর সংগ্রহ করতে গিয়ে দিকে দিকে আক্রান্ত এবিপি আনন্দ। কাঁথি থেকে উত্তর দমদম, ফেলে মারা হল সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে। ভাঙা হল ক্যামেরা, ঝোপে ফেলা হল বুম।
কামারহাটির (Kamarhati) ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুরে দুষ্কৃতী তাণ্ডব। বোমাবাজির অভিযোগ। স্থানীয়রা তাড়া করায় বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। বাইক, গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা।
'আজকের নির্বাচন নিয়ে যা জানতে পেরেছি, তা মারাত্মক। ২০১৮ সাল ও ২০২১ সালে আমরা দেখেছি কীভাবে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ গণতন্ত্রের গ্যাস চেম্বার। প্রশাসন একপাক্ষিক হয়ে গেছে। এটা নির্বাচন নয়, যুদ্ধ', আজকের পুরভোট প্রসঙ্গে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar)।