Partha Chatterjee: 'আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না', জামিন চাইতেই ধমক খেলেন পার্থ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না, সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি ছিলেন', পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর। 'বাকিরা এবং আপনি সমান নয়, অন্যদের সঙ্গে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত', অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ অনেকেই জামিন পেয়েছেন, আমি কেন পাব না? সুপ্রিম কোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। 'এরা সবাই আপনার সঙ্গেই কাজ করেছে, আপনি মন্ত্রী ছিলেন', তাই আপনার সঙ্গে অন্যদের অবস্থান সমান নয়, মন্তব্য বিচারপতি সূর্য কান্তর। 'অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন যে তিনি নিজের এবং নিজের মায়ের নিরাপত্তার কথা ভেবে মুখ খুলতে পারেননি। নগদ পঞ্চাশ কোটি টাকা এবং গয়না নিয়ে যা বলার সেটা পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবেন', এই সম্পত্তি তাঁর নয় বলে দাবি করেছেন অর্পিতা, আদালতে সওয়াল ইডি-র।