এখন কলকাতা (Seg 1): ডোরিনা ক্রসিংয়ে উল্টে গেল বাস! আহত ২৩ জন SSKM হাসপাতালে চিকিৎসাধীন | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডোরিনা ক্রসিংয়ে (Dorina Crossing) উল্টে গেল বাস। বাস উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় বাস, এমনটাই দাবি যাত্রীদের। পার্ক সার্কাস থেকে হাওড়ার দিকে যাচ্ছিল বাসটি। ২৩ জন আহত যাত্রীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ট্রাফিক আইনে জরিমানা বৃদ্ধির পরও পথে বেপরোয়া গতি। ডোরিনা ক্রসিংয়ে বাস দুর্ঘটনার পর কড়া পরিবহণমন্ত্রী। ‘আনফিট’ বাস অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। ‘রি-সোলিং টায়ার থাকায় বাসটি টাল সামলাতে না পেরে উল্টে যায়’, পরিবহণ দফতরের (State Transport Department) আধিকারিকদের আরও নজরদারি বাড়ানোর নির্দেশ।
ডোরিনা ক্রসিংয়ে (Dorina Crossing) দুর্ঘটনাস্থলে হেলে পড়ল আরও একটি বাস। বাস থেকে যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনল পুলিশ। আটক করা হল ‘আনফিট’ বাসের (Unfit Bus) চালককে। একই রুটের বাস ডোরিনা ক্রসিংয়ের ওপর দিয়ে যাচ্ছিল। বাসটি ‘আনফিট হওয়ায় হেলে পড়ে, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
আজ রাজ্যকে ফের কটাক্ষ করে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) বলেন, "বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে। এটা বরদাস্ত করতে পারব না। বাংলার মাটিকে রক্তরঞ্জিত হতে দেখতে পারব না। বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। সংবিধানকে রক্ষা করা আমার কাজ।"
যুক্তরাষ্ট্রীয় কাঠামোর স্বার্থে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উচিত রাজ্যপালের ডাকে সাড়া দেওয়া। রাজ্যপাল রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে যা বলছেন, তা প্রমাণিত, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)।
বিধাননগরের ৩১ নং ওয়ার্ডে বিজেপির প্রচার ঘিরে উত্তেজনা। বিজেপি নেতা শীলভদ্র দত্তের উপস্থিতিতে প্রার্থীকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সব্যসাচী দত্তের মদতে হামলার অভিযোগ উঠলেও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।
নরেন্দ্রপুরে (Narendrapur) বাইক দুর্ঘটনা, গুরুতর জখম সিভিক ভলান্টিয়ার। প্রচণ্ড গতিতে থাকা একটি বাইক সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হল এসএসকেএমে। বাইক আরোহী ২ জনের অবস্থাও আশঙ্কাজনক। বাইক আরোহী ২ জনের চিকিৎসা চলছে বাঘাযতীন হাসপাতালে।